নুরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং ডিলার এর বিরুদ্ধে ভিজিডি চাল আত্মসাতের অভিযোগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 15 July 2020
আজকের সর্বশেষ সবখবর

নুরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং ডিলার এর বিরুদ্ধে ভিজিডি চাল আত্মসাতের অভিযোগ

Link Copied!

মোঃ খাইরুল ইসলাম সাব্বির : শায়েস্তাগঞ্জ ৭’নং নুরপুর ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এবং ডিলার মাসুক মিয়া ভান্ডারির বিরুদ্ধে গরীব অসহায় মানুষদের জন্য সরকার অনুমোদিত খাদ্যবান্ধব ১০ টাকা কেজি দরে চাল এর কার্ড আত্মসাৎ করে নিজেদের কাছে জিম্মি করে রেখে দেয়ার অভিযোগ গ্রামবাসীর।

নকল টিপসই দিয়ে চাল আত্মসাৎ করে খাচ্ছে সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু বকর এবং ডিলার মাসুক মিয়া ভান্ডারি এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। ৭’নং নুরপুর ইউনিয়ন একের পর এক দূর্নীতি, চাল কেলেঙ্কারির ঘটনা ঘটে চলছে, খাদ্য বান্ধব ১০’টাকা দামের চাল এর লিস্টে নাম পরিবর্তন করে একই ভোটার আইডি কার্ড ব্যবহার করা হয়েছে ২০’বার এর বেশি। এমন কী কার্ডের তালিকায় নাম থাকলেও মিলছে না চাল, এমন কিছু মানুষের নাম আছে খাদ্য বান্ধব ১০ টাকা কেজির চাল এর তালিকায় তারা নিজেরাও জানে না। তালিকার ক্রমিক নং ৪-২২০, ৭-২২১, ১৯-৩৩৩, ৩০-৬৬৭, ৪৯-৫৪, ৫৩-২১০, ৩৪১-৩৪৯ অর্থাৎ ২ বার করে। এরকম আরো অনেকের নাম আছে যা দুইবার করে দেয়া হয়েছে। সুরাবই গ্রামে গিয়ে অনেকের সাথে কথা বলে জানা যায় তালিকায় নাম থাকলেও এখনো পায়নি অনেকে কার্ড। আবার নাম আছে জানেনা কেউ কেউ। এমনই কয়েকজন ঐ গ্রামের তালিকায় রয়েছে। ক্রমিক নং ৩৫৩, ৩৫৪, ৩৯৫, ৪৮১, ৫০৭, ৫০৮, ৫৮১, ৬৫৮ যারা এখনো খাদ্যবান্ধব কর্মসূচির কোন কার্ড পায়নি।

আবু বকর সিদ্দীক একটানা ১৩ বছর ধরে ঐ ওয়ার্ডের মেম্বার হিসেবে দায়িত্বে রয়েছেন। ভুক্তভোগীরা বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় নাম আছে তিনি কখনো আমাদেরকে জানায়নি। বিগত কয়েক বছর ধরে ডিলার সৈয়দ মাসুক ভান্ডারীকে নিয়ে নামে-বেনামে চাল আত্মসাৎ করেন। তালিকায় দেখা যায়, একই পরিবারের একাধিক নামও রয়েছে। এদের মধেও অনেকেই জানেন না তাদের নামের কথা। তালিকা অনুযায়ী ক্রমিক নং ৪৯-৫৪-৫৬, ৫২-৫৩, ১২৫-১২৬, ১৫২-১৫৩, ১৬৫-১৬৭, ২০০-২০১, ২০৩-২০৫, ২১৫-২১৭, ২৮৪-২৮৫, ৩৫৮-৩৫৯- ৩৬০, ৩৭১-৩৭২, ৪০৫-৪০৯, ৪১৭-৪১৮, ৪৩৩-৪৩৪, ৫৫৬-৫৫৭, ৫৬৬- ৫৬৭, ৫৯০-৫৯৩-৫৯৪ অর্থাৎ একই পরিবারের ২ থেকে ৩ জন করে রয়েছে।

আলোচিত এই তালিকাটিতে প্রায় ৭৬ জনের নামের পাশে রয়েছে একই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নাম্বার। তালিকায় ক্রমিক নং ৫৭ থেকে ৬৭ এবং ৬০৭ থেকে ৬৩৩ পর্যন্ত ৩৬১৪৪৪৭১৮ সংখ্যার একটি (এনআইডি) নাম্বার দেয়া হয়েছে ৭৬ বার। এদের অনেককেই চেনেন না বলে জানান এলাকাবাসী। এছাড়া তালিকার ক্রমিক নং ৬০৭ থেকে ৬৩৩ পর্যন্ত ব্যক্তিদের নামের পাশে নেই কোন গ্রাম বা ওয়ার্ড নাম্বার। এলাকাবাসী বলছেন গ্রাম ওয়ার্ড ছাড়া ব্যক্তিরা কারা? আর কেই-বা চাল পাচ্ছে? এমন প্রশ্ন এখন নুরপুর বাসীর মুখে মুখে। তালিকায় বেশ কয়েকটি নাম রয়েছে, যাদের নামের পাশে অভিভাবক হিসেবে পিতার নাম উল্লেখ নেই। ক্রমিক নং ৬২, ২৬৮, ৬১৮, ৬২২, ৬২৭, ৬৩৫, ৬৪৫, ৬৪৬, ৬৪৭, ৬৪৮, ৬৫৩, ৬৬২, ৬৬৯ পিতার নাম বিহীন ব্যক্তিরাও নিচ্ছেন সুবিধা।

হয়তো ভাবছেন এটা কি করে সম্ভব? বাস্তবে এমন অসম্ভবকেও সম্ভব করা হয়েছে নুরপুর ইউনিয়নের এই তালিকায়। তালিকার ৩৯৫ নং থাকা নাম মোঃ শাহিন মিয়া জানান, আমি এখন জানলাম তালিকায় আমার নাম রয়েছে। অতচ মেম্বার আবু বকর সিদ্দীক কোনদিন বলেওনি আমার নামে কার্ড রয়েছে।

 

ছবি: প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, ডিলার মাসুক মিয়া ভান্ডারি, বিজিডি নামের তালিকা।

 

এই তথ্য হয়তো জানা নেই কারো। কে দেখবে এতো কিছু, “আমার হবিগঞ্জে”র দীর্ঘদিন অনুসন্ধানের পর পাওয়া যায় একের পর এক ভুক্তভোগী’কে, সবার বক্তব্য লিস্টে নাম আছে নেই কার্ড নেই চাল, কোথায় যাচ্ছে প্রতিমাসে এত চাল। ভুক্তভোগী শাজাহান মিয়া বলেন, প্যানেল চেয়ারম্যান এবং ডিলার এর ব্যাপারে কোন ধরনের কথা বললেই শুনতে হয় উচ্চ বাক্যের কথা, এতেই আর এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না কেউ।

এ ব্যাপারে নুরপুর ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দীকের সাথে যোগাযোগ করা হলে অনিয়মের বিষয়টি স্বীকার করেন তিনি। তাঁর দাবি, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল করেছেন এই তালিকা। তিনি বলেন- এটা আমাদের একটা গাফিলতিও বলা যায়। তবে আমি বরখাস্তকৃত চেয়ারম্যান মুখলিছ মিয়াকে বার বার বলার পরও তালিকা ঠিক করেননি। বর্তমানে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর আমি এর সুষ্ঠু সমাধানের চেষ্টা করছি, কর্তৃপক্ষের সাথে যোগাযোগও করেছি।

এবিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার মুঠোফোনে “দৈনিক আমার হবিগঞ্জ” কে জানান, আমাদের কাছে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ আসলে অবশ্যই ব্যবস্থা নিব।