নির্বাচনে বিশৃঙ্খলা সহ্য করা হবে না : জেলা প্রশাসক জিলুফা সুলতানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 25 May 2024
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে বিশৃঙ্খলা সহ্য করা হবে না : জেলা প্রশাসক জিলুফা সুলতানা

এম এ ওয়াহেদ
May 25, 2024 1:07 pm
Link Copied!

হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা বলেন আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ মূলক নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। সুতরাং নির্বাচন কে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোন সুযোগ নেই তবে যদি কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করে তা হলে তাৎক্ষণিক বিশৃঙ্খলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (২৫ মে) সকাল ১১টায় লাখাই উপজেলা পরিষদ সভা কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মতবিনিময় সভায় প্রার্থীগন, মুক্তিযোদ্ধা , জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশিল সমাজের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথি তিনি তার বক্তব্যে এ সব কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, সকল প্রার্থীকে নির্বাচন কমিশনের দেয়া আচরণ বিধি মেনে চলার আহবান জানান। কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির আশংকা থাকে তা হলে দ্রুত প্রশাসনকে অবগত করতে হবে। ভোটার কে কোন প্রকার ভয়ভীতি প্রদর্শন করা যাবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম সেবা তিনি তার বক্তব্যে বলেন আগামী ২৯ মে লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে কোন প্রার্থী বা তাদের সমর্থকরা পেশিশক্তির মাধ্যমে কিছু করতে গেলে প্রথমেই হাসপাতাল পরে কারাগারে যেতে হবে এই ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবেনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে সভায় সকল প্রার্থীরা জানান আইনের প্রতি শ্রদ্ধা রেখে সব ধরনের প্রচার-প্রচারণা করবেন তারা।

একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সবধরনের আশ্বাস দেন প্রার্থীরা। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট ও রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রাকিব। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের।

সভায় বক্তাগন উপস্থিত মুক্তিযোদ্ধা, প্রতিদন্ধী প্রার্থীগন, সাংবাদিক, নাগরিক ও সুশীল সমাজের উদ্দেশ্য বলেন লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন এবং নির্বাচনের দিন দায়ীত্বরত আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।