বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোন সরকারি চাকরিজীবী নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণায় অংশ গ্রহণ করতে পারবেন না। কিন্তু এর উল্টো চিত্র দেখা গেছে লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে। ওই এলাকার বর্তমান উপজেলা চেয়ারম্যান এডভোকেট মশফিউল আলম আজাদের স্ত্রীর করাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়েশা সিদ্দিকা নিয়মিত তার স্বামীর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ গ্রহণ করছেন।
এমনকি মিছিলে পর্যন্ত অংশ গ্রহণ করে নিজেই স্লোগান দিচ্ছেন এমন কিছু ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। এতে করে ওই এলাকার সাধারণ ভোটারদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এ বিষয়ে আয়েশা সিদ্দিকা বলেন, আমি নির্বাচনের প্রচারণায় যাই না কারণ আমাকে স্কুলে যেতে হয়। আপনি নির্বাচনের প্রচারণায় অংশ গ্রহণ করে মিছিলে স্লোগান দিচ্ছেন এমন অনেক গুলো ভিডিও আমাদের কাছে আছে। তখন তিনি স্বীকার করে বলেন, আমার আত্মীয় স্বজনদের সাথে মজা করে স্লোগান দিয়েছি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মাওলা বলেন, ঘটনা যদি সত্যি তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।