ঢাকাSunday , 12 December 2021
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহার না করায় লোকসানের মুখে ব্যবসায়ীরা

Link Copied!

রায়হান উদ্দিন সুমন :   নির্বাচন এলেই গ্রাাম-গঞ্জে পাড়ায়, মহল্লায় নির্বাচনের প্রার্থীদের গুণকীর্তন আর প্রচারণায় শুরু হয়। মিছিল, সভা-সমাবেশেরও এই প্রচারণার অন্যতম অনুষঙ্গ ‘মাইক’।

 

আগামী ২৬ ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশ জুড়ে ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। বছরের নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওয়াজ মাহফিল, সাংস্কৃতিক উৎসব, বাৎসরিক পিকনিক, পূজা থাকায় সবমিলিয়ে দম ফেলার ফুরসত থাকেনা মাইক ব্যবসায়ীদের। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানিয়াচং উপজেলায় মাইক ব্যবহার নিষিদ্ধ করায় হতাশ হয়েছেন ব্যবসায়ীরা। ফলে বিপুল টাকার লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের ।

 

 

 

 

 

 

 

 

 

 

ছবি : নেট থেকে নেয়া

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বানিয়াচংয়ে প্রশাসনের গত নির্বাচন আচরণবিধি সভায় প্রচারণায় মাইক ও এক ধরনের বাশি (বুবুজেলা) নিষিদ্ধ করা হয়। অন্য সময়ের চেয়ে নির্বাচনের মৌসুমে মাইকের চাহিদা বেশি বেড়ে যায়। তাই এই সময়টার জন্য অপেক্ষা করে মাইক ব্যবসায়ীরা। ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে বানিয়াচংয়ের মাইক ব্যবসায়ীরা সার্বিক প্রস্তুতি নিয়েও রেখেছিলেন।

 

বানিয়াচংয়ে মাইক সার্ভিস পেশার অনেকেই এই সময়ে একটু বেশি লাভের আশায় নিয়ে রেখেছিলেন আগাম এ প্রস্তুতি। প্রচার যন্ত্র কাজে ব্যবহৃত মাইক ছাড়াও প্রস্তুত ছিল ব্যাটারী, সাউন্ড সিস্টেমও। কিন্তু প্রশাসনের এরকম নির্দেশনার ফলে অনেকটা কপালে ভাঁজ পড়েছে মাইক ব্যবসায়ীদের।

 

বানিয়াচং হাসপাতাল রোডের আফতাব মাইক সার্ভিস এ্যান্ড সাউন্ড সিস্টেমের মালিক আলা উদ্দিন মিয়া বর্তমানে খুব ব্যস্ততার মাঝে কাজ করছেন মাইক ব্যবসাটা। এটা মুলত মৌসুমভিত্তিক বলেও জানান তিনি। কলেজ রোডস্থ মাইক দোকানি রুমা মাইক ও ফাহিম মাইক সার্ভিসসহ উপজেলার প্রায় অর্ধশতাধিক মাইক ব্যবসায়ী এখন অনেকটাই জিমিয়ে পড়েছেন।

 

ব্যবসায়ীরা বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা পুরোপুরি নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করে থাকনে। ফলে মাইকের চাহিদা বেড়ে যেত। এজন্য নির্বাচন উপলক্ষ্যে কেউ কেউ দুই-চার জন সহকারীও নিয়োগ দিয়েছিলেন। কোনো কোনো প্রার্থী আবার অগ্রিম ই বুকিং দিয়েছেন। কিন্তু তাদের এসব আশা গুড়েবালিতে পরিণত হলো মাইক ব্যবহার না করার প্রশাসনের নেয়া সিদ্ধান্তটি ।

 

প্রসঙ্গত,গত ৯ডিসেম্বর (বৃহস্পতিবার) বানিয়াচংয়ে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা সভায় হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এইচএসসি পরীক্ষাসহ শব্দ দুষণের হাত থেকে জনগণকে বাঁচাতে প্রার্থীদের নিকট নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহার না করার বিষয়টি বিবেচনা করার কথা বলার সাথে সাতে উপস্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একমত হয়ে মাইক ব্যবহার করবেন না বলে অঙ্গীকার করেন। তারপর থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মাইক ছাড়াই তাদের নিজনিজ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আগামী ২৬ ডিসেম্বর (রবিবার) ৪র্ধ ধাপে বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।