''নিজেকে ধর্মীয় সংখ্যালঘু নয়, মানুষ ভাবুন" - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 22 March 2021
আজকের সর্বশেষ সবখবর

”নিজেকে ধর্মীয় সংখ্যালঘু নয়, মানুষ ভাবুন”

Link Copied!

সম্পাদকীয় , দৈনিক আমার হবিগঞ্জ : ধর্মীয় সংখ্যালঘু মানুষের উপরে বাংলাদেশে আক্রমণ হয়েছে; কেন আমি কিছু লিখলাম না এই বিষয়ে বিস্তর অভিযোগ আমার ইন-বক্সে জমা হয়েছে। ভাবছিলাম কোন ডিসক্লেইমার দিবো না ; কিন্তু এতো পরিমাণ অভিযোগ যে না লিখে ও থাকতে পারছি না। বাংলাদেশের ধর্মীর সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে জন্মসূত্রে বাংলাদেশী ধর্মীয় সংখ্যালঘু একজন ‘সুশান্ত’ হিসেবে এর প্রতিবাদ অতীতে আমি করেছি। কিন্তু ফলাফল কি পেয়েছি এগুলো নিচে লিখছি। আশা করি যারা আমাকে কেন প্রতিবাদ করছি না বলে ইন-বক্স করছেন তারা এর উত্তর পেয়ে যাবেন।

 

ছবি : সুশান্ত দাস গুপ্ত সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমার হবিগঞ্জ

 

১। প্রথমেই বলে রাখি, আমি ব্যক্তিগতভাবে একজন প্রকৃতিবাদে বিশ্বাসী মানুষ। পৃথিবীর প্রতিটি মানুষ এই প্রকৃতির অংশ; তাই যে কোন মানুষের প্রতি যে কোন অন্যায় জুলুমের প্রতিবাদ আমি করে থাকি।

 

২। আমাকে যখন বলা হয়, কিতাবা দিরাইয়ে দেখলাম হিন্দুদের মারতাছে; তোমার দেখি কোন আওয়াজ নাই। আমি এদের সহজ একটাই উত্তর দেই। কেউ যদি নিজেরে হিন্দু মনে কইরা মাইর খাইয়া আরাম পায়, তাহলে তাদের কপালে মাইর ঠিকই আছে। যতদিন নিজেরে হিন্দু না ভাইব্বা মানুষ হিসেবে ভাববে সেদিন আর মাইর খাবে না।
৩। উদাহরণ একটা দিতেই হয়, ২০১৮ সালে হবিগঞ্জের এক বিশাল নেতা আমাদের পরিবারকে হুমকি দিয়েছিলো যে আমাদের মুসলমানি করাবে জোর করে। সে নিজেই চ্যালেঞ্জ দিয়েছিলো, যদি আমাদের মুসলমানি না করাতে পারে তাহলে সে দেশ ছাড়বে। অথবা আমরা দেশ ছাড়বো। আমাদের পরিবার ক্ষত্রিয়ের পরিবার, জাতিগত-ভাবে যোদ্ধা পরিবার। আমাদেরকে এই নেতা মুসলমানি করাতে পারে নাই। আমরাও দেশ ছাড়ি নাই। যদিও সে নেতা নির্লজ্জের মতো দেশেই আছে! (ঘটনা ১০০% সত্য; প্রমাণ চাইয়া কেউ লজ্জা দিবেন না)। আমরা কেন দেশেই আছি এর কারণ আমরা নিজেকে মানুষ ভাবি, কোন হিন্দু না। আমরা নিজেকে বাঙ্গালী হিসেবে জানি, বাংলাদেশি হিসেবে অনুভব করি।
৪। ২০১৮ সালে যখন আমার নিজের পরিবার এই জোর করে ধর্মান্তরিত করণের হুমকিতে পড়েছিলাম আমি নিজে প্রতিবাদ করেছি। অনেক বড় বড় নেতা আমাকে ফোনে, অ-ফোনে, আলাপে-আলোচনায় বলেছে এগুলা নিয়ে লাফাইও না। হজম করে নাও। পরে তোমাকেই সাম্প্রদায়িক লোক বানিয়ে দিবে। হয়েছেও তাই; কয়েকজন হিন্দু কেন্দ্রীয় নেতা সরাসরি বলেছেন, সুশান্ত তুমি প্লিজ কাউকে বলো না তোমার সাথে আমার কোন যোগাযোগ আছে। তাহলে আমাকেই গুটি বানিয়ে সাম্প্রদায়িক লোক তকমা দিয়ে দিবে। বিশ্বাস করুন, যেদিন এই কথা ঐ নেতা বলেছিলেন, সেদিনের পর থেকে উনার সাথে কোন যোগাযোগ রাখিনি। কারণ আমি চাইনা, আমার জন্য কারো ক্ষতি হোক।
৫। কিছুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা আমাকে জানালেন, সুশান্ত কাহিনী জানো নি? তোমার নামে তো কেন্দ্রে নতুন অভিযোগ! তুমি নাকি উগ্র সাম্প্রদায়িক হিন্দু! আমি কইলাম, নতুন কি হইলো আবার? এই অভিযোগের ভিত্তি কি? নেতা জানালেন, আরে অভিযোগ দিতে কি আর ভিত্তি লাগেনি! তোমাকে পচানোর আর তো কোন আইটেম নাই। তাই এটা দিয়ে দিছে।
৬। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রধান কারণ হল জায়গা জমি ভিটে মাটি দখল। যারা নিজেদের ধর্মীয় সংখ্যালঘু ভাববেন তারা বাঁশ খাবেনই। নিজেকে মানুষ ভাবুন, বাংলাদেশী ভাবুন, বাঙ্গালী ভাবুন।
৭। মানুষ , বাংলাদেশী, বাঙ্গালী ভাবা কাউকে কেউ অন্যায়ভাবে আঘাত করলে ঐ আঘাত আটকাতে সর্বপ্রথম আমাকে পাবেন। কথা দিলাম , নিজের প্রাণ দিতে ও কার্পন্যবোধ করবো না।

সুশান্ত দাস গুপ্ত
সম্পাদক ও প্রকাশক
দৈনিক আমার হবিগঞ্জ