হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
এতে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা উপ পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী,সহকারী পরিচালক জালাল উদ্দিন, সিরাজুম মুনির আফতাবী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হোসেন,উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা রোমানা আক্তার, চুনারুঘাট থানার এসআই ফজলে রাব্বী প্রমুখ।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এ সময় সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন উপকার ভোগীগণ, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।