নারী উন্নয়ন ফোরামের জেলা সমন্বয়কারী হলেন ভাইস চেয়ারম্যান সুফিয়া হেলেন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 6 May 2020
আজকের সর্বশেষ সবখবর

নারী উন্নয়ন ফোরামের জেলা সমন্বয়কারী হলেন ভাইস চেয়ারম্যান সুফিয়া হেলেন

Link Copied!

লিটন বিন ইসলাম, মাধবপুর প্রতিনিধি :  প্রধানমন্ত্রীর একটি সফল উদ্যোগ “ নারী উন্নয়ন ফোরাম কে শিল্প ও বাণিজ্য কাজে যুক্তকরন প্রকল্প কার্যে হবিগঞ্জ জেলার সমন্বয়কারী হিসাবে নিযুক্ত হয়েছেন মাধবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যডভোকেট সুফিয়া আক্তার।
বুধবার (৬মে) নারী উন্নয়ন ফোরামের ওয়েব সাইট নারী প্রতিদিন সুত্র থেকে এ তথ্য জানা গেছে।
অ্যাডভোকেট সুফিয়া আক্তার দৈনিক আমার হবিগঞ্জকে জানান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে নারীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। মাধবপুর উপজেলার বিভিন্ন স্কুল কলেজে নারীদের সচেতনতা মূলক বিভিন্ন সেমিনার করে যাচ্ছি প্রতিনিয়ত।

ছবি : অ্যাডভোকেট সুফিয়া আক্তাল হেলেনের ফাইল ছবি

পাশাপাশি মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় ডাক্তাদের নিয়ে পরামর্শ ও স্যানিটেশন সামগ্রী বিতরন করেছি। মহিলাদের জন্য সেলাই প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। নারীদের ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।
উপজেলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তারের এই অর্জনে সোশ্যাল মিডিয়া ফেসবুকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।