ঢাকাFriday , 9 July 2021
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জের অগ্নিকান্ডের ঘটনায় লাখাইয়ের এক তরুণী নিখোঁজ  

Link Copied!

মনর উদ্দিন মনির, লাখাই :  নারায়ণগঞ্জের অগ্নিকান্ডের ঘটনায় লাখাইয়ের এক তরুণী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ তরুণী হলেন লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মোছাঃ ইশরাত জাহান তুলি (১৬)।
সুত্রে জানা যায়, ইশরাত জাহান তুলি হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানা চাকরি করতেন। প্রতিদিনের মত অগ্নিকান্ডের ঘটনার দিনও তিনি তার গাউছিয়া এলাকার বাসা থেকে ডিউটির জন্য কারখানার উদ্দেশ্যে বের হন। ওই দিন কারখানায় অগ্নিকান্ডের পর থেকেই তাকে খুজে পাওয়া যাচ্ছে না।

ছবি : নারায়নগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় নিখোঁজ হওয়া লাখাইয়ের তুলি (ফাইল ছবি)

নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে কান্না জড়িত কন্ঠে তার বড় বোন ঝুমা আক্তার দৈনিক আমার হবিগঞ্জকে জানান, ৮ জুলাই (বৃহস্পতিবার) আমার ছোটবোন ঢাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকান্ডের ঘটনার সময় ওই কারখানার ৪র্থ তলায় কর্মরত ছিলেন। অগ্নিকান্ডের পর তাকে খুঁজে না পেয়ে ঢাকার বিভিন্ন হাসপাতাল খোঁজাখুজি করা হয়। এখনো তার খোঁজ পাওয়া যায় নি।