নানা আয়োজনে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল পুলিশ সমাবেশ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 7 March 2020
আজকের সর্বশেষ সবখবর

নানা আয়োজনে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল পুলিশ সমাবেশ

Link Copied!

তারেক হাবিব, হবিগঞ্জ :   ‘‘মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’’শ্রোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেল হবিগঞ্জ জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা। (শুত্রবার ৬মার্চ) হবিগঞ্জ পুলিশ লাইন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স ময়দানকে আলোকসজ্জায় সজ্জিত করে সন্ধ্যায় খেলা-ধুলা, নাচ-গানসহ আয়োজন করা হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের। সংগ্রীত পরিবেশন করেন কর্মরত পুলিশ কর্মকর্তাদের সহধর্মীনিরাও।
অনুষ্ঠানে হবিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ অংশ গ্রহন করেন রাজনৈতক ব্যাক্তিত্বরাও। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ডিআইজি কামরুল হাসান, বিপিএম (বার), বিশেষ অতিথি বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সভানেত্রী (পুনাক) মুনমুন আহসান, অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ প্রমুখ।