নানা অনিয়ম ও একের পর এক দুর্নীতির সংবাদ প্রকাশ হওয়ায় অবশেষে হবিগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ নজরুলকে বদলী করা হয়েছে। শাহ নজরুল গত রবিবার (৬ মার্চ) হবিগঞ্জের কর্মস্থল ত্যাগ করেন। বর্তমানে তার স্থলে সহকারী পরিচালক হিসেবে মুহাম্মদ মনিরুজ্জামান যোগদান করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের পরিচালক মোঃ আবু সিদ্দিকুর রহমান।
অফিস-আদেশ থেকে জানা যায়, ধর্মীয় প্রশিক্ষকের মূল পদবীধারী শাহ নজরুলকে সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ পরিচালক হিসেবে চলতি দায়িত্বে বদলী করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, ইমাম প্রশিক্ষণ একাডেমী তে চলতি দায়িত্বে উপ-পরিচালক হিসেবে যোগদান করা মানে নজরুলের জন্য এটা লজ্জাজনক ।
কারণ একটি জেলার ইসলামিক ফাউন্ডেশনের প্রধান হিসেবে দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ ও মর্যাদার এর চেয়ে ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক পদটি তুলনামূলক তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। গত ২৮ শে ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশনের উপ-সচিব এ,কে,এম, শরীফুল হক এর স্বাক্ষরিত অফিস আদেশ তার বদলী হয়েছে।
জানা যায়, হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর অর্থায়নে জেলা জুড়ে সহস্রাধিক মসজিদ ভিত্তিক শিশু,গণশিক্ষা ও বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র রয়েছে। কাগজে-কলমে থাকলেও বাস্তবে এর অনেক গুলোরই কোন অস্তিত্ব নেই। অথচ এসব কেন্দ্রের শিক্ষকরা প্রতি মাসে নিয়মিত বেতন ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা নিচ্ছেন।
এসকল ভুয়া কেন্দ্রের শিক্ষকদের নিয়মিত বেতন-ভাতা প্রদানে সহায়তার অভিযোগে উঠে হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের তৎকালীন চলতি দায়িত্বে থাকা উপ-পরিচালক শাহ নজরুলের বিরুদ্ধে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, হবিগঞ্জ পৌরসভার যশোর আব্দা এলাকায় কাছম আলীর বাংলা ঘরে কাজী মাওলানা আব্দুল জলিল নামের এক ব্যক্তি একটি কোরআন শিক্ষা কেন্দ্র নিয়ে রেখেছেন। বছরের পর বছর নিয়মিত বেতন-ভাতা উঠালেও,বাস্তবে ওই ঘরে দেয়া হচ্ছেনা কোন ধরনের কোরআন শিক্ষা।
যে ঘরটি দেখিয়ে জলিল কোরআন শিক্ষা কেন্দ্র নিয়েছেন। বাস্তবে ওই ঘরটি খুবই জরাজীর্ণ এখানে বাস করে গরু। তাছাড়া মাওলানা জলিল উমেদনগর জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারি বিধি মোতাবেক এমপিওভুক্ত কোন শিক্ষক অন্য কোথাও চাকরি করতে পারবে না।
লাখাই উপজেলার দেওয়ান শফিক নামের এক ব্যক্তি,খোয়াই নদীর উত্তর পাড়ে উমেদনগর এলাকায় শেখ তারেক সুমনের বাংলা ঘরে। একটি কোরআন শিক্ষা কেন্দ্র নিয়ে রেখেছেন,সরজমিনে গিয়ে দেখা যায় ওই ঘরে অন্য লোক ভাড়া নিয়ে বসবাস করছে। কোরআন শিক্ষা কেন্দ্রের কোন অস্তিত্ব নেই।
অস্তিত্বহীন শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের অনৈতিক সুযোগ-সুবিধা দিয়ে নজরুল অর্জন করেন অবৈধ সম্পদ ওই সম্পদ দিয়ে সিলেট শহরের প্রাণ কেন্দ্রে গড়ে তোলেন বিলাস বহুল বাড়ি । এ নিয়ে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে প্রকাশিত সংবাদ মিথ্যা দাবী করে নজরুল প্রতিবাদলিপি প্রেরণ করেন।
অধিকতর অনুসন্ধানে সিলেট শহরে শাহ নজরুলের মালিকানাধীন বিলাসবহুল বাড়ির অস্তিত্ব সহ অন্যান্য অভিযোগ সত্য বলে প্রমাণ পাওয়া যায়। নজরুলের বাড়ির বিষয়ে সরেজমিন অনুসন্ধানে গিয়ে দেখা যায়, সিলেট ভার্থখলা স্টার ভিউ টাওয়ারের পঞ্চম তলায় তার একটি বিলাসবহুল বহুমূল্য ফ্ল্যাট বাসা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন স্টার ভিউ টাওয়ার এর ম্যানেজার জসীম উদ্দীন।