নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে আছে মাধবপুর উপজেলার ৭নং জগদীশপুর ইউনিয়নের ৩৫ হাজার মানুষ। হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান এবং গরু চুরির মামলা প্যানেল চেয়ারম্যান জেল হাজতে থাকায় ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম। ফলে নাগরিক সেবা পাচ্ছে না সাধারণ মানুষ।
জানা যায় , গত ৩ ফেব্রুয়ারী জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে বিবদমান দু’দলের সংঘর্ষে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে নৌকা সমর্থক পাবেল মিয়া নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ খানকে ঘটনার দিন রাতেই গ্রেফতার করে মাধবপুর থানার পুলিশ। বর্তমানে মাসুদ খান হত্যা মামলাসহ মোট দুটি মামলায় হবিগঞ্জ জেলা কারাগারে আটক আছেন।
ইউপি চেয়ারম্যান জেলে থাকার ঘটনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন) ২০০৯ অনুযায়ী পরবর্তী দায়িত্ব পালন করেন প্যানেল চেয়ারম্যান একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৮বারের নির্বাচিত মেম্বার মোঃ আরজু মিয়া। তবে সম্প্রতি গরু চুরির মামলায় দায়িত্ব পালনকারী সেই প্যানেল চেয়ারম্যানকেও জেল হাজতে যেতে হয়েছে। সংশ্লিষ্ট সুত্র জানায়, উপজেলার উত্তর বেজুড়া গ্রামের আব্দাল মিয়ার স্ত্রী শিরিন আক্তার তার দুইটি গরু চুরি যাওয়ার ঘটনায় আদালতে মামলা দায়ের করেন। মামলায় জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আরজু মিয়াসহ ৬ জনকে আসামী করা হয়।
অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালতের বিচারক মোঃ সাইফুল আলম চৌধুরী মামলাটি এফআইআর এর নির্দেশ দেন। আদালতের নির্দেশে মাধবপুর থানার ওসি মামলাটি রুজু করেন। এরই প্রেক্ষিতে গত মঙ্গলবার মামলার আসামি আরজু মিয়া এবং মাহমুদ হোসেন নামে দুই আসামী আদালতে জামিন আবেদন করেন। আদালত শুণাণি শেষে আরজু মিয়ার জামিন আবদেন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আরজু মিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জগদীশপুর ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভাপতি ছাড়াও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
জগদীসপুর ইউপি সচিব মোঃ এমরানুর রহমান জানান, ইউপি চেয়ারম্যান জেল হাজতে আছেন, গরু চুরির মামলায় প্যানেল চেয়ারম্যানও জেলা হাজতে। বিষয়টি চিঠির মাধ্যমে ইউএনও মহোদয়কে জানানো হয়েছে। তিনি পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল ছুটিতে থাকায় তার বক্তব্য গ্রহন করা সম্ভব হয়নি।