মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের মৃতঃ ময়না মিয়া পুত্র রোমেন মিয়া (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হযেছে ১ জন। মঙ্গলবার (১৯অক্টোবর) সকালে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে উজিরপুর নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়,নবীগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার পথিমধ্যে উজিরপুর নামক স্থানে সিএনজি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে দুইজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেযার পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রোমেন মিয়াকে মৃত ঘোষণা করেন।
অপর আহত ১ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে । ঘটনার বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউপি সদস্য মিজানুর রহমান মিজান।