নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের পৌর এলাকার শান্তি পাড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন যুবক নিহত ও অপর যুবক গুরুতর আহতর খবর পাওয়া গেছে। বুধবার (১৮সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত যুবক হলো,সুজাপুর গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র রাজন মিয়া (২০),গুরতর আহত হলো,একই গ্রামের সাহেব আলী মিয়ার পুত্র আজিজুর মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সড়ক দুর্ঘটনায় নিহত রাজন মিয়া স্থানীয় নতুন বাজারে ফিশারিতে কাজ করে। রাত ৯ টার দিকে রাজন মিয়া ও আজিজুর মিয়া বাড়ি থেকে এক সাথে বের হয়েছিলেন ফিশারিতে যাওয়ার জন্য।
রাজন মিয়া ফিশারি থেকে আজিজুর মিয়াকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে নবীগঞ্জ আসার পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক রাজন মিয়াকে মৃত ঘোষণা করেন।
আপর আহত আজিজুর মিয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি বাউসা ইউপি সদস্য মনির মিয়ার হেফাজতে রয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেন ইউপি সদস্য মনির মিয়া।