সলিল বরণ দাশ, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃস্পতিবার (১৬ জুলাই) আসা প্রতিবেদনে তাদের ফলাফল পজিটিভ আসে। এছাড়াও ডাক্তার ও পুলিশসহ ৬ জনের করোনা পজেটিভ আসে।
নতুন ৬ জন করোনা আক্রান্ত রোগী হলেন, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান আবু ছিদ্দিক (৫০) ও তার স্ত্রী রাকিয়া আক্তার ল্যুৎফা (৩৫), নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজিয়া তাসলিম (৩০), নবীগঞ্জ থানার পুলিশ সদস্য প্রিয়াঙ্কা রানী দাশ (২৩), ও স্বর্না আক্তার (২৩), ও স্বাস্থ্য পরিদর্শক জগদীশ চন্দ্র দাশ (৫৯)। জগদীশ চন্দ্র দাশ করোনা পজেটিভ আসার আগেই মৃত্যুবরণ করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাউসা ইউনিয়ন চেয়ারম্যান ও তার স্ত্রীসহ করোনার উপর্সগ নিয়ে গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা পরীক্ষার নমুনা দিয়ে আসেন। পরে বৃহস্পতিবার উভয়ের করোনার ফলাফল পজিটিভ আসে।
আবু সিদ্দিক স্ত্রীসহ বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। আজ নতুন ৬ জনসহ সর্বমোট ১১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।