নবীগঞ্জ 'সমাজ কল্যান সমিতি ফ্রান্স' কতৃক নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রান বিতরন। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 12 July 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ ‘সমাজ কল্যান সমিতি ফ্রান্স’ কতৃক নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রান বিতরন।

Link Copied!

 

দিপু আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাস মহামারীর দূর্যোগের মুহুর্তে নবীগঞ্জ সমাজ কল্যান সমিতি ফ্রান্সের উদ্যোগে অসহায় কর্মহীন মানুষদের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।

শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা উপজেলা পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ২শ মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

নবীগঞ্জ সমাজ কল্যান সমিতি ফ্রান্সের এই উপহার বিতরন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন- মোঃ রাসু মিয়া, রুকন চৌধুরী, সৈয়দ মুজাহিদ আলী, ফরহাদ আহমেদ।

নবীগঞ্জ সমাজ কল্যান সমিতি ফ্রান্স এর সভাপতি শেখ আরিফ হোসেনের সভাপতিত্বে ও নবীগঞ্জ ক্রিকেট খেলোয়ার কল্যান সমিতির সভাপতি নুরুল আমিন চৌধুরী জুয়েলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড: গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য এড. সুলতান মাহমুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, সাবেক যুব বিষয়ক সম্পাদক নুরুল গনি চৌধুরী সুহেল প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, সারা বিশ্ব আজ করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত। আমাদের বাংলাদেশেও এই করোনা ভাইরাসের কারনে নিম্ন আয়ের মানুষগুলো মানবেতর জীবন যাপন করছে। আমাদের প্রবাসী ভাইয়েরাও বিদেশে কর্মহীন হয়ে আছেন গত কয়েক মাস ধরে। তারপরেও আমাদের নবীগঞ্জের প্রবাসী ভাইয়েরা এত কষ্টের মধ্যেও দেশের টানে সাধারন মানুষের কথা চিন্তা করে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তা অবশ্যই প্রশংসার দাবীদার। আমরা সবাই নবীগঞ্জ সমাজ কল্যান সমিতি ফ্রান্সের আয়োজিত আজকের এই মহতি উপহার বিতরনের উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই।