নবীগঞ্জ সদর ইউনিয়নে বন্যাকবলিতদের নগদ অর্থ প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 22 July 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ সদর ইউনিয়নে বন্যাকবলিতদের নগদ অর্থ প্রদান

Link Copied!

মোফাজ্জল ইসলাম : নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়ন আলীপুর গ্রামে বন্যাকবলিতদের বাড়ি পরিদর্শন করেছেন ইউপি সদস্য আসাদ হোসেন চৌধুরী।

বুধবার (২২ জুলাই) নিজ গ্রামে বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ কয়েকটি বাড়িঘর তিনি পরিদর্শন করেন ও বন্যাকবলিতদের পরিবারের খোঁজ খবর নেন।

এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সব সময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। দুর্যোগকালীন সময়ে আমাদের সহযোগিতার হাত অব্যাহত থাকবে। আমরা সবাইকে সাথে নিয়ে ধৈর্যের সাথে যে কোন সমস্যা মোকাবিলায় এগিয়ে এসে কাজ করে যাব।

উল্লেখ্য, মেম্বার আসাদ হোসেন চৌধুরী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের থেকেই কর্মবঞ্চিত শ্রমিক অসহায় ও খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।

 

 

এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং নগদ অর্থ উপহার দেন, এসময় ৪ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সুলতান আহমেদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।