নবীগঞ্জ মোহাম্মদপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ : আহত-১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 24 July 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ মোহাম্মদপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ : আহত-১

Link Copied!

 

জাবেদুর রহমান, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের জামে মসজিদ কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় সৈয়দ আনোয়ার মিয়ার পুত্র সৈয়দ শেরুয়ান মিয়া (২৮) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) জুম্মার নামাজের সময় এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর ধরে মসজিদ পরিচালনা নিয়ে মুত্তওয়াল্লী বিষয়ে জুম্মার নামাজ শেষে আলোচনা চলাকালীন সময়ে বাকবিতন্ডার জের ধরে শোলাক মিয়ার লোক জন সৈয়দ শেরুয়ান মিয়ার উপর হামলা চালায়। পরে তার শোর চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা তুজ জোহরা প্রাথমিক চিকিৎসা দেন।

 

ছবি: আহত শেরুয়ান মিয়া (২৮)

 

উল্লেখ্য, মসজিদ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উপজেলা প্রশাসন সহ নবীগঞ্জ থানার সমন্বয় বিগত কয়েক বছরে একাধিক শালিস বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। চলমান সংঘর্ষের ঘটনায় পুরাতন বিরোধ আবারও মাথাচাড়া দিয়ে উঠার আশংকা করছেন গ্রামবাসী। চলমান ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। সৃষ্ট ঘটনায় উত্তেজনা নিরসনে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল।