নবীগঞ্জ বাড়ীতে একা পেয়ে  স্কুল ছাত্রী ধর্ষণ : ধর্ষণকারী গ্রেফতার।। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 19 May 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ বাড়ীতে একা পেয়ে  স্কুল ছাত্রী ধর্ষণ : ধর্ষণকারী গ্রেফতার।।

Link Copied!

সলিল বরণ দাশ, নবীগঞ্জ (হবিগঞ্জ), থেকেঃ  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউন্দা গ্রামের হিন্দু হাটিতে একা পেয়ে জোরপূর্বক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর পরিবার বাদী হয়ে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেছেন। গত রোববার (১৭ মে) দুপুর সাড়ে বারটায় এ ঘটনা ঘটে।

ছবি : ধর্ষক গোপি কান্ত সরকারের ফাইল ছবি

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পানিউন্দা ইউনিয়নের পানিউন্দা হিন্দু হাটির গ্রামের জনৈক ব্যক্তির মেয়েকে বাড়িতে একা পেয়ে  জোর পূর্বক ধর্ষণ করে একই গ্রামের প্রান কান্ত সরকারের ছেলে গোপি কান্ত সরকার(২১)। ছেলেটি রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থী বলে জানা যায়।

মামলার  সূত্রে জানা যায়, জনৈক ব্যক্তির মেয়েকে প্রেম নিবেদন সহ কু-প্রস্তাব দিয়ে আসছিল গোপি কান্ত সরকার ।

  প্রেমে রাজি না হওয়াতে আসামি  স্কুল ছাত্রীর বাড়িতে একা পেয়ে সেই সু্যোগ কাজে লাগিয়ে স্কুল ছাত্রীকে জোড় পূর্বক ধর্ষণ করে। এ সময় স্কুল ছাত্রীর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে আসামি  গোপি কান্ত সরকার কৌশলে পালিয়ে যায়। এই ঘটনায় স্কুল ছাত্রীর ভাই গোপি কান্ত সরকার এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মঙ্গলবার (১৮মে) রাতে ধর্ষণ মামলা করলে নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে ভোর রাতে গ্রেফতার করে।
মঙ্গলবার কোর্ট পরিদর্শক মাধ্যমে হবিগঞ্জ  জেলা কারাগারে তাকে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে নবীগঞ্জ  থানার অফিসার ইনর্চাজ(ওসি)মোঃ আজিজুর রহমান দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, স্কুল ছাত্রীকে উদ্ধার করে পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক  হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পাঠানো হয়েছে