তরুণ সমাজকে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে প্রস্তাবিত নবীগঞ্জ-বাহুবল দুটি উপজেলায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন এর জন্তুরী গ্রামের শহীদ অনুধ্যপরায়ণ ভট্টাচার্য এর পরিবার কর্তৃক দানকৃত ৩ একর ও বাহুবল সদর ইউনিয়ন এর মৌড়ি গ্রামবাসীর দানকৃত ৩ একর জমির উপর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার জন্য প্রস্তাব প্রেরণ এর প্রেক্ষিতে কারিগরি ও মাদ্রাসার প্রকল্প পরিচালক তার টিম নিয়ে পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার স্থানীয় প্রশাসন ইউএনও অনুপম দাস অনুপ,বাহুবল উপজেলার ইউএনও মনজুর আহসান, নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি শাহীন দেলোয়ার, বাহুবল উপজেলার সহকারী কমিশনার ভূমি শিবরাজ চৌধুরী,জেলা নির্বাহী শিক্ষা প্রকৌশলী আরিফুল ইসলাম খান,বাহুবল উপজেলা শিক্ষা উপ সহকারী প্রকৌশলী সৈয়দ শুয়েব আহমেদ, নবীগঞ্জ উপজেলা শিক্ষা উপ সহকারী প্রকৌশলী ইশফাক উদ্দিন, সার্ভেয়ার হাবিবুর রহমান, বাহুবল সদর ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার আব্দুন নূর, মুক্তিযুদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আবুল হুসেন।
,উল্লেখ্য সরকারিভাবে জমি অধিগ্রহণ করে প্রকল্প বাস্তবায়ন করা সরকারের নীতি মালায় বন্ধ থাকায় সরকারি ভাবে জমি ক্রয় করে দুটি উপিজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা করা এখন অসম্ভব এ অবস্তায় স্থানীয় সাংসদ আমাতুল কিবরিয় কেয়া চৌধুরী উপজেলা বাসীকে এগিয়ে আসার আহবান করলে নবীগঞ্জ কৃতি সন্তান শহীদ অনুধ্যপরায়ণ ভট্টাচার্য এর পরিবার কর্তৃক দানকৃত ৩একর ও বাহুবল মৌড়ি গ্রামবাসী ৩ একর করে মোট ছয় একর জায়গা দান করার সীদ্ধান্ত নেন।
এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাতুাল কিবরিয়া কেয়া চৌধুরী সংশ্লিষ্ট মন্ত্রনালয় ভুমি দুটি পরিদর্শনে এসে পিডি মসিউর রহমান বলেন ৯৬ সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্পটি নিয়ে কাজ শুরু করেন। দীর্ঘ সময়ের ব্যবধানে এমপি কেয়া চৌধুরী মহোদয় এর প্রেস্তাবে অধিগ্রহণ এর মতো জটিল প্রক্ষিয়ায় না গিয়ে দানের মাধমে এ মহৎ উদ্যোগটি শুরু করায় সকলের প্রতি ধন্যবাদ জানান।
এ সময় উভয় এলাকার স্থানীয় গ্রামবাসীরা আনন্দে উচ্ছাসিত হয়ে তাদের বিভিন্ন মতামত পেশ করে এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী সহ জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতক্ষতা জানান। এই সময় সাংসদ কেয়া চৌধুরী রী বলেন তরুণ প্রজম্নকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে জননেত্রী শেখ শখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ কেরতে চাই। এ সকল বিষয়ে নবীগঞ্জ বাহুবল বাসীর দোয়া ও আন্তরিক ভালোবাসা চাই।পাশাপাশি এ সকল বিষয়ে নবীগঞ্জ বাহুবল এর সকল স্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।