দিপু আহমেদ,নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর
ইউনিয়নের বাগাউড়া গ্রামে অবস্থিত বাগাউড়া উচ্চ বিদ্যালয় স্থাপিত হয় ১৯৭০ ইং সনে।প্রথম দিকে ছোট পরিসরে এই স্কুলের শুরু হলেও বর্তমানে এর সুবিশাল ক্যাম্পাস, পরিধি অনেকটা বিরাট আকার ধারণ করেছে।শিক্ষার্থীদের সংখ্যাও অতীতের সব রেকর্ড ভেংগে নয়শত জন ছাড়িয়েছে। শিক্ষকবৃন্দের সংখ্যা ও অনেক গুন বেড়েছে শুধু বাড়েনি শিক্ষারমান এমনটাই মনে করছেন এই এলাকার অভিভাবকবৃন্দ।বর্তমানে ১৩ জন শিক্ষক,৫ জন শিক্ষিকা,লাইব্রেরিয়ান ১ জন, অফিস সহকারী ১ জন,দপ্তরী ১ জন,নৈশপহরী ১ জন কর্মরত আছেন।
ইতোমধ্যে এসএসসি সমমানের রেজাল্ট দেওয়া হয়েছে সেখানে স্কুল থেকে ১৮৩ জন শিক্ষার্থী ২০২০এসএসসি তে অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ১১৪জন, এপ্লাস এর সংখ্যা ৪ টি, অকৃতকার্য শিক্ষার্থীদের সংখ্যা ৬৯জন যা অতীতের সব রেকর্ড ভেংগে দ্বিগুণ হয়েছে। এটা এই বিদ্যালয়ের জন্য বড় অশনিসংকেত বলে মনে করেন অভিভাবকরা। জানা যায় এই বিদ্যালয়ের অতীতে অনেক সুনাম রয়েছে রেজাল্ট ও অতীতে ভালো ছিল কিন্তু এই বছর রেজাল্ট এর অবস্থা খুভ খারাপ যা লজ্জাজনক, নবীগঞ্জ উপজেলার ২৩টি স্কুলের মধ্যে সবার পিছনে অবস্থান করছে বাগাউড়া উচ্চ বিদ্যালয় পাশের ৬৩.৩ যা খুবই হতাশাজনক, এমন রেজাল্টে অবিভাবকরা হতাশ হয়েছেন।
খুজ নিয়ে দেখা গেছে যে বাগাউড়া উচ্চ বিদ্যালয় অনেক পুরাতন একটা বিদ্যালয় কিন্তু নবীন কিছু বিদ্যালয় দুই এক বছর আগে স্থাপিত হয়েও বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের চেয়ে ভালো রেজাল্ট করেছে।
এলাকাবাসী ও অভিভাবকরা জানান স্কুলের এমন হতাশাজনক রেজাল্টে আমরা বিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ।
আমরা আমাদের ছেলেমেয়েদের স্কুলে পাটাই মানুষের মত মানুষ হয়ে পরিক্ষায় ভালো রেজাল্ট করে বাবা,মা ও এলাকার সুনাম বয়ে আনার জন্য কিন্তু এখানে এটা হচ্ছে না, তারা মনে করেন শিক্ষকদের জবাবঅদিহিতা না থাকার কারনে এমন অবস্থা,আবার অনেকে মনে করেন স্কুলে ইদানীং কয়েক বছর যাবত রাজনীতি ডুকে গেছে, শিক্ষকরা গ্রুপিংয়ের রাজনীতিতে ডুকে পরেছেন তাই স্কুলের এমন দূর্দশা,তারা মনে করেন স্কুলের রেজাল্ট ভালো করতে শিক্ষার মান উন্নত করতে ভালো পরিবেশ ফিরিয়ে আনতে স্কুলে রাজনীতি বন্ধ করতে হবে অন্যথায় এই স্কুল ধ্বংশের পথে।
একজন অবিভাবক বলেন শিক্ষকরা যদি বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ম্যানেজিং কমিটির বিভিন্ন গ্রুপের সাথে রাজনীতিতে ব্যস্ত থাকেন তাহলে পড়ালেখা করাবেন কখন।
উল্লেখ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ার আলীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,,পরীক্ষা সুস্ঠভাবে হয়েছে, ছাত্রছাত্রীরা সুন্দরমত পরীক্ষা দিয়েছে, তারা যতটুকু উত্তর দিয়েছে সে অনুযায়ী ফলাফল হয়েছে তবে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু তারা আশানুরূপ ফলাফল আনতে পারেনি।