নবীগঞ্জ ফুটবল খেলতে গিয়ে এক যুবকের মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 28 June 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ ফুটবল খেলতে গিয়ে এক যুবকের মৃত্যু

Link Copied!

শাহরিয়ার আহমেদ শাওন : নবীগঞ্জ ফুটবল খেলতে গিয়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানাযায় রবিবার সারে ৫ টার সময় নবীগঞ্জ উপজেলার নিজ আগনা গ্রামের আজিজ মিয়ার ছেলে সাদ্দাম মিয়া (৩২), বাড়ীর পাশে মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গেলে খেলার একসময় হঠাৎ বুকের মাঝে ব্যথা অনুভব করেন।এমতা অবস্থায় পরিবারের লোকজন সি এন জি যুগে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে পূর্বেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সাদ্দাম মিয়া।
পরবর্তীতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে নিশ্চিত করেন।মৃত্যুর খবর শুনে আত্বীয় স্বজন এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।