নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়ন দাখিল - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 17 December 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়ন দাখিল

অনলাইন এডিটর
December 17, 2020 1:57 pm
Link Copied!

ছবি: নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়ন দাখিল

 

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : আগামী ২৯ ডিসেম্বরকে সামনে রেখে নবীগঞ্জের সাংবাদিক সমাজের ঐহিত্যবাহী সংগঠন ‘নবীগঞ্জ প্রেস ক্লাব’ এই নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করছে।

গতকাল বুধবার দুপুর ১২ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিভিন্ন পদে মোট ২০জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমান ও যুগ্ম নির্বাচন কমিশনার এম এ আহমদ আজাদ এবং সুবিনয় রায় বাপ্পির নিকট প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে- ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তারা হলেন- এম এ বাছিত, উত্তম কুমার পাল হিমেল, ফখরুল ইসলাম চৌধুরী, আশাহিদ আলী। সহ-সভাপতি পদে মনোনয়ন দাখিল করেন- শাহ সুলতান আহমেদ ও মুরাদ আহমেদ। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেন, মোঃ সেলিম তালুকদার, কিবরিয়া চৌধুরী, এটিএম জাকিরুল ইসলাম, মহিবুর রহমান চৌধুরী তছনু।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে- নাবেদ মিয়া, হাবিবুর রহমান শামীম, জাকির হোসেন চৌধুরী, তৌহিদ চৌধুরী। কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ শওকত আলী ও আলী হাসান লিটন। এ ছাড়াও নির্বাহী সদস্য ৬ পদের বিপরীতে ৫জন মনোনয়ন দাখিল করেন। তারা হলেন- ফখরুল আহসান চৌধুরী, তোফাজ্জল ইসলাম, আকিকুর রহমান সেলিম, এম মুজিবুর রহমান, এম এ মুহিত। এদিকে তফশিল ঘোষনার পর থেকেই প্রার্থীরা নির্ঘুম প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তারা ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করছেন।

বিশেষ করে শহর জুড়েই যেন সাংবাদিকদের মাঝে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী নবীগঞ্জ ডাকবাংলোতে আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা গোপন ব্যালটের মাধ্যমে ৪৫ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন।