নবীগঞ্জ পৌর নির্বাচন : মেয়র প্রার্থী সুমনের মনােনয়ন বাতিল - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 22 December 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ পৌর নির্বাচন : মেয়র প্রার্থী সুমনের মনােনয়ন বাতিল

অনলাইন এডিটর
December 22, 2020 4:44 pm
Link Copied!

ছবি: মেয়র প্রার্থী সুমন

 

মোঃ হাসান চৌধুরী, নবীগঞ্জ : নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মনােনয়ন যাচাই বাচাইয়ে মেয়র পদে ৩ জনের মধ্যে বিএনপি মনােনীত প্রার্থী বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরী ও আওয়ামী লীগ মনােনীত প্রার্থী গােলাম রসুল রাহেল চৌধুরীর মনােনয়ন বৈধ ঘােষণা করা হয়েছে।

এছাড়াও কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জনের মনােনয়ন পত্র বৈধ ঘােষণা করা হয়েছে।অপরদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী নবীগঞ্জ উপজেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমনের মনােনয়ন বাতিল করা হয়েছে। আপিল করবেন বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সুমন।

মঙ্গলবার সকাল থেকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনােনয়নপত্র যাচাই বাচাই করেন নির্বাচন কর্মকর্তা মাে. মনিরুল ইসলাম। তিনি জানান, নির্বাচনে মেয়র পদে ৩ প্রার্থী নিজেদের মনােনয় দাখিল করেন। যাচাই বাচাইয়ে মেয়র পদে ৩ জনের মধ্যে ছাবিরও রাহেল এর প্রার্থীতা বৈধ ঘােষণা করা হয়েছে। এবং মেয়র প্রার্থী সুমনের প্রার্থীতা অবৈধ ঘােষণা করে বাতিল করা হয়েছে। তার মনােনয়পত্রে সুপারিশকারী ১০০ জন ভােটারের মধ্যে একজন ভােটার পৌরসভার বাহিরের হওয়ায় তার মনােনয়পত্রটি বাতিল করা হয়। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন মনােনয়ন দাখিল করেন। তাদের প্রার্থীতা বৈধ ঘােষণা করা হয়।

তবে আগামী তিনদিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে আপিল করতে পারবেন বলেও জানান তিনি । এ ব্যাপারে মাহবুবুল আলম সুমন বলেন, এটা তেমন কোনাে সমস্যা নয় আমি মনােনয়নপত্র বৈধতা চেয়ে আপিল করব।

এর আগে রােববার (২০ ডিসেম্বর ) সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত নিজেদের কর্মী – সমর্থকদের সাথে নিয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রার্থীরা মনােনয়নপত্র দাখিল করেন। নির্বাচনের তফসিল অনুযায়ী মনােনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর এবং ভােটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি ।