নবীগঞ্জ পৌরসভায় আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত ও জনগণের স্বার্থে উচ্ছেদ অভিযান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 26 August 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ পৌরসভায় আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত ও জনগণের স্বার্থে উচ্ছেদ অভিযান

অনলাইন এডিটর
August 26, 2020 6:58 pm
Link Copied!

ছবি: উচ্ছেদ অভিযানে ইউএনও শেখ মহি উদ্দিন।

 

মোফাজ্জল ইসলাম সজীব : নবীগঞ্জ পৌরসভায় ব্যাপক আকারে উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত ও জনগণের স্বার্থে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

বুধবার (২৬ আগষ্ট) দুপুরে সময় রাস্তার দুই ধারে বিভিন্ন অবৈধ দোকান, স্থাপনা উচ্ছেদ করা হয়। রাস্তায় ইট বালু, কাঠ ইত্যাদি রাখার অপরাধে এসময় ১৬ টি মামলায় বিভিন্ন পরিমাণে মোট ৩৮, ১০০ টাকা অর্থদণ্ড মোবাইল কোর্টের মাধ্যমে প্রদান করা হয়।

উচ্ছেদ ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। উচ্ছেদ কার্যক্রমে লোকবল এবং গাড়ি সহায়তা প্রদান করেন পৌর মেয়র জনাব সাবির আহমেদ চৌধুরী।

এসময় প্রসিকিউশন ও আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।