নবীগঞ্জ দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ ১০ জন আহত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 27 March 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ ১০ জন আহত

Link Copied!

শাহরিয়ার আহমেদ শাওনঃ  নবীগঞ্জ দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানাযায়, শুক্রবার (২৬মার্চ) সকাল সারে ৯ টার সময় নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের জহুরপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিষয়ের জের ধরে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষের মহিলা সহ ১০ জন আহত হয়।

ছবি : সংঘর্ষে আহত কযেকজন

আহতরা হলেন জহুরপুর গ্রামের মৃত্যু মফিজ মিয়ার ছেলে  ছুটন মিয়া (২৬), ইওর মিয়ার স্ত্রী জোসনা বেগম (৫০), মৃত্যু মুফিজ মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩০), মুফিজ মিয়ার স্ত্রী আয়শা বেগম (৪৫), ইয়াছিন উল্লাহর ছেলে ইওর মিয়া (৬০)। লিনন বিবি (৫০),মোবারক উল্লাহর ছেলে আবু সামা (৩০),গুরুত্বর আহত দের উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ছুটন মিয়া আমার হবিগঞ্জকে জানান, দির্ঘদীন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে আজ সকাল বসত ঘরের সামনে স্থাপন করা পানির টিবিউল মেরামত করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা,দেয় এতে তর্কবিতর্কের এক পর্যায়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এই বিষয়ে কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আবু মুসার সাথে ফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেন নি।