মোঃ হাসান চৌধুরী, নবীগঞ্জ : রাতভর নবীগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নবীগঞ্জ থানা পুলিশ।
নবীগঞ্জ থানা সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের দিক নির্দেশনায় এস আই আবু হানিফ, এএসআই রুবেল, এএসআই আক্তারুজ্জামানসহ থানা পুলিশের কয়েকটি টিম রাতভর পৃথক অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।গ্রেফতারকৃতরা হল উপজেলার মুড়াউড়া এলাকার শেখ আব্দুল কুদ্দুসের ছেলে শেখ আবুল হোসেন, কামারগাও এলাকার তালেব আলীর ছেলে মো. মন্নান মিয়া, সাদল্লাপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে ময়নুল মিয়া, একই গ্রামের মৃত রফিজ উল্লাহর ছেলে রকিব উল্লা ও লেছু মিয়ার ছেলে বাছিত মিয়া এবং সদরঘাট এলাকার মৃত সুলেমান মিয়ার ছেলে জুবায়ের মিয়া।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।নবীগঞ্জের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
অপরাধী যেই হোক তার পরিচয় সে অপরাধী। প্রত্যেক অপরাধীকেই আইনের আওতায় আসতে হবে সেই লক্ষেই নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের নির্দেশনায় থানা পুলিশ অপরাধীদেরকে গ্রেফতার করতে তাদের অভিযান অব্যাহত রাখা হবে।