ঢাকাMonday , 13 November 2023
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ থানার ওসি পরিচয় দিয়ে অভিনব কায়দায় প্রতারণার চেষ্টা

Link Copied!

হবিগঞ্জের নবীগঞ্জে থানার ওসির পরিচয়ে ফোন করে একটি প্রতারক চক্র অভিনব কায়দায় উপজেলার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করছে।

গত কয়েক দিন ধরে নবীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ মাসুক আলীর পরিচয় দিয়ে বিকাশে টাকা পাঠানোর জন্য বিভিন্ন লোকজনকে চাপ প্রয়োগ করছে ওই প্রতারক চক্রটি।

জানা যায়, নবীগঞ্জ থানার ওসি পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র ০১৩০২-২৫৮৪৭৫ নাম্বার থেকে উপজেলার বিভিন্ন চাকুরীজীবি ও ব্যবসায়ীদের ফোন করে মোবাইল নাম্বারে ভূলে বিকাশে টাকা চলে গেছে এবং ম্যাসেজ পাঠিয়ে টাকা বিকাশে ফেরৎ দেওয়ার জন্য ফোন করে চাপ প্রয়োগসহ অভিনব কায়দায় টাকা নেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে উপজেলাবাসীকে প্রতারক চক্র হতে সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। প্রতারকের নাম ঠিকানা সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলী বলেন, কয়েকজন ব্যক্তি মৌখিক ভাবে ঘটনাটি জানিয়েছে। প্রতারকের নম্বর শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।