ঢাকাMonday , 25 November 2019
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ কানাইপুর ব্রীজ সংলগ্ন স্থানে বিপদজনক গর্ত

অনলাইন এডিটর
November 25, 2019 10:44 am
Link Copied!

ছবিঃ গর্তের অবস্থান।

মোঃ হাসান চৌধুরী, নবীগঞ্জ থেকে।। নবীগঞ্জ-বানিয়াচং সড়কের হরিপুর ও কানাইপুর সীমান্তে ব্রীজের একটি বিপদজনক গর্তের কারনে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। এ ব্যাপারে এই রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন নবীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।

জানা যায়, নবীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ পৌর এলাকার কানাইপুর নামক স্থানে পৌর পানির ট্যাকিং রিজার্ভার স্থাপনের কাজ শুরু করেন প্রায় বছর খানেক আগে। এ সময় নবীগঞ্জ-বানিয়াচং রাস্তার পাশ দিয়ে মাটি খুড়ে পানির পাইপ বসানোর সময় ঐ ব্রীজ সংলগ্ন স্থানের বেশ জায়গা মাটি ভরাট না করে ফাকা রয়ে যায়।

এখানে একটি পৌরসভার বিদ্যুতের খুটিও রয়েছে। এ জায়গাটি ফাকা থাকার কারনে এ রাস্তার দিয়ে চলাচলের সময় অনেক পথচারী ঐ গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন। ইতিমধ্যে পথচারী ও বাইসাইকেল চালক ঐ গর্তে পড়ে দর্ঘটনার শিকার হন।

যেকোন সময় আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে অনেকেই ধারনা করছেন। এ ব্যাপারে সাধারন মানুষ জরুরী ভিত্তিতে ঐ গর্ত ভরাট করার জন্য নবীগঞ্জ পৌরসভার দৃষ্টি আকর্ষন করছেন।