অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার তৃতীয় দাফের আসন্ন ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলা অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধিমালার ৭ ও ১১ নং বিধি লঙ্গন করে রবিবার (২১নভেম্বর) সকাল ১০টায় মিছিল-শোডাউন করায় করগাঁও ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রশিদ (নৌকা প্রতীক) ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, উপজেলার সকল প্রার্থীর কাছে অনুরোধ আহব্বান নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা করতে হবে। আচরণ বিধি লঙ্গন করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।