নবীগঞ্জ ও বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করলো হবিগঞ্জ উন্নয়ন সংস্থা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 3 August 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ ও বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করলো হবিগঞ্জ উন্নয়ন সংস্থা

Link Copied!

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি :  মহামারী করোনা ভাইরাস সংক্রমিত রোগীদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ৩ আগষ্ট মঙ্গলবার দুপুর ১২ টায় নবীগঞ্জ ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  করোনা আক্রান্ত রোগীদের জন্য হবিগঞ্জ উন্নয়ন সংস্থা কর্তৃক ৪টি  অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
নবীগঞ্জ উপজেলার পানিউম্দা ইউনিয়নের পানিউম্দা শাখায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থার হলরুমে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ বাহুবল আসনের সাংসদ গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিউম্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ইজাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল কুমার দাশ, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক  মোহাম্মদ শাহীন।

ছবি : হবিগঞ্জ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হচ্ছে

অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এম.মুজিবুর রহমান,সমাজ সেবক সৈয়দ শাহ দরাজ, মোঃ মনসুর আলম, শিক্ষক মাওলানা মোজাহিদুল ইসলাম, ফারক আহমেদ এবং  হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সিনিয়র ফিল্ড মনিটর শামীম আহমেদ মহসিন, ইন্টারনাল অডিটর মোঃ সাইফুল ইসলাম, পানিউমদা শাখার ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম, সহকারী হিসাব রক্ষক সোফায়েল আহমেদ সহ আরো অনেকে। এতে প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন,করোনা মহামারির শুরু থেকে সামাজিক দায়বদ্ধতা থেকে  সরকারের পাশে থেকে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা করোনা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে,ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদী ।
দেশে করোনা দুর্যোগের এই ক্রান্তিলগ্নে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা  অক্সিজেন সিলিন্ডার বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে এবং জেলাব্যাপী তা বিতরণ করছেন তা অবশ্যই প্রশংসনীয় । এজন্য হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতি ধন্যবাদ জানান৷  এই মুহূর্তে করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে অক্সিজেন সরবরাহ।
এ ক্ষেত্রে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কাছ থেকে  অক্সিজেন সিলিন্ডার পাওয়াটা বড় সহায়ক হিসেবে কাজ করবে। তিনি আরো বলেন,করোনা পরিস্থিতি খারাপ অবস্থায় পৌঁছে গেছে। প্রতিদিনই  করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আর করোনা রোগীর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় অক্সিজেন। অক্সিজেন সংকটটাই সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। যত বেশি সিলিন্ডার আমরা সরবরাহ করতে পারবো, তত বেশি করোনা রোগীকে আমরা বাঁচাতে পারবো, বাকিটা সৃষ্টি কর্তার কৃপা।
এই মুহূর্তে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা  আমাদের জেলার বিভিন্ন হাসপাতালের পাশাপাশি নবীগঞ্জ ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ যে ৪টি  সিলিন্ডার দিচ্ছেন,তা জরুরি চিকিৎসা কাজে ব্যবহৃত হবে। এমন উদ্যোগ সারা দেশে অব্যাহত থাকবে বলে আমরা আশা রাখছি।