নবীগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশন'র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 20 July 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Link Copied!

 

মোঃ হাসান চৌধুরী, নবীগঞ্জ : যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকে লিমিটেড এর উদ্যোগে কোভিড-১৯ আউশকান্দি (হীরাগঞ্জ) বাজার হেল্পিং টিমের সার্বিক সহযোগিতায় করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি গ্রামে প্রায় ১০০টি পরিবারের মধ্যে তেল, চাল, ডাল, লবণ, আলু, পেয়াজসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

ছবি: খাদ্য সামগ্রী বিতরণ করেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র সদস্যবৃন্দ

 

হাজী আঃ বাছিত চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আব্দুল মতিন আছাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, ইউপি সদস্য খালেদ আহমদ জজ পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ বাবলু আহমেদ, আঃ জব্বার ফারুক, ফখরুজ্জামান চৌধুরী,কাইয়ুম আহমেদ, লন্ডন প্রবাসী ফারুক মিয়া, মাসুক মিয়া, মাওঃ রহুল আমিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিন কামাল, সাধারন সম্পাদক পাবলু আহমেদ,জাতীয়পাটির নেতা আব্দুল হাই, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য আব্দুল মতিন আছাব বলেন, সূদুর প্রবাসে থেকেও যারা এলাকার মানুষের কথা চিন্তা করেন ও সুখ দুঃখে এগিয়ে আসেন তাদের ঋণ কখনো পরিশোধ করার মত নয়। তিনি নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকে লিমিটেড এর সভাপতি আব্দুল হালিম চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু তালিম চৌধুরীসহ সংগঠনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।