নবীগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 22 December 2022

নবীগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Link Copied!

নবীগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শাহীন দেলওয়ার এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: রাকিবুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, পল্লী বিদ্যুতের ডিজি এম মো: ফয়জুল্লা, উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ খালেদুর রহমান খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ইউপি চেয়ারম্যান শাহরীয়ার নাদিম সুমন,ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, ইজাজুর রহমান,দেলোয়ার হোসেন, প্রমূখ। সভায় কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত,চুরি ও মাদকমুক্ত, উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা বিষয় নিয়ে আলোচনা হয়।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়