নবীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 9 December 2023

নবীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

Link Copied!

উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্য বিষয়ের মধ্য দিয়ে শনিবার (৯ ডিসেম্বর) সকালে সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীত বিরোধী দিবস উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

নবীগঞ্জ উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি তনুজ রায়ের সভাপতিত্বে এবং পজীপ অফিসার শাকিল আহমদ এর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি বিরোধী কমিটির সাধারন সম্পাদক ফয়জুর রব পনি। এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ।

বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহিন দেলোয়ার,পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার,সহকারী প্রোগ্রামার কাজী মইনুল হোসেন,দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি কাঞ্চন বনিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,শিক্ষক অজয় ধর,নিতাই আচার্য্য,হিরামিয়া গার্লস স্কুলের শিক্ষার্থী প্রমূখ। অনুষ্টানে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অনুপম দাস বলেন,অতীতে বাংলাদেশ দুর্নীতিতে বেশি আসক্ত থাকলেও বর্তমানে তা অনেকটা কমে এসেছে। তাই বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়তে সমাজ থেকে দুর্নীতিকে বিদায় করতে সবাইকে যার যার অবস্থানে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দিবসটি পালন উপলক্ষ্যে আলোচনা সভাব পূর্বে দুর্নীতি বিরোধী শোভাযাত্রা,পতাকা উত্তোলন,বেলুন উড়ানোসহ অন্যান্য কর্মসুচী পালন করা হয়।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়