মোঃ হাসান চৌধুরী, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে এক প্রস্তুতিসভা সোমবার (১০ আগষ্ট) বিকালে উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্টিত হয়েছে।
নবীগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং পজীব কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,মুক্তিযোদ্ধা নুর উদ্দিন, মুক্তিযোদ্ধা মৌলাদ হোসেন কাজল,মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সরওয়ার শিকদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা কৃষি অফিসার মাকসুদুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম আলীবর্ধী খাঁন সুজন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন,উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ শাহনুর আলম ছানু, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক বিপুল চন্দ্র দেব,ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান,যুগ্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল, সহকারী শিক্ষক সমিতির সভাপতি হরিপদ দাশ,মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল হোসেন বেলাল,পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব,মরহুম ফরিদ গাজী স্মৃতি সংসদের সভাপতি মুহিতুর রহমান রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল তালুকদার, মুক্তিযোদ্ধা সন্তান নিজামুল হক প্রমূখ।
সভায় আগামী ১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী সুন্দর ও সুষ্টভাবে পালনের লক্ষ্যে সকলের সহযোগীতা কামনা করা হয়।