নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 22 April 2024

নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

সলিল বরণ দাশ
April 22, 2024 11:37 am
Link Copied!

আগামী ২১মে অনুষ্ঠয় দ্বিতীয় ধাপের নির্বাচনে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ০৩টি পদে মোট ১৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছে। নবীগঞ্জ উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে যারা মনোনয়নপত্র দাখিল করেছে তারা হলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাবেক আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আরো আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম নূরউদ্দিন চৌধুরী বুলবুল ও সুলতান মাহমুদ, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী,সাবেক উপজেলা সভাপতি মোঃ ইমদাদুর রহমান মুকুল,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান চৌধুরী শেফু ও জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আবুল খায়ের। এছাড়া ও আরো মনোনয়ন পত্র দাখিল করেছেন কাতার প্রবাসী শেখ মোহাম্মদ কামাল ও মোস্তাকিম আহমেদ।

অপরদিকে, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ গতি গোবিন্দ দাশ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ সাইফুল জাহান চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হালিম ইয়াছিনী, ছাত্রলীগ নেতা আলমগীর আহমেদ চৌধুরী সালমান,কৃষক লীগ নেতা হেলাল চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মোঃ অনর উদ্দিন জাহিদ , রুবেল আল মামুন তালুকদার ও মোঃ সিদ্দিকুর রহমান চৌধুরী।

এছাড়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম এবং আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলি।

নবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে। গত ২১ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো। বাছাই পর্ব আগামী ২৩ এপ্রিল। প্রত্যাহার ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্ধ ২ মে। নবীগঞ্জে মোট ভোটার ০২ লক্ষ ৮২ হাজার ০৭ শত ১৪।

এদিকে ২য় দফা নির্বাচনের তফসিল ঘোষনার সাথে সাথে নবীগঞ্জ উপজেলা সর্বত্র উপজেলা পরিষদ নির্বাচন সরগরম হয়ে উঠে। নির্বাচনকে ঘিরে উপজেলা সহ গ্রামঞ্চলে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রার্থীরা বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময়সহ দোয়া কামনা করছেন। প্রার্থীরা এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন বলেও জানা গেছে।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়