নবীগঞ্জ উপজেলা পরিষদে হাত ধোয়ার বেসিন উদ্বোধন। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 9 July 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ উপজেলা পরিষদে হাত ধোয়ার বেসিন উদ্বোধন।

Link Copied!

 

 



মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ প্রতিনিধি : এই মহামারীর মধ্যে হাতকে জীবানুমুক্ত নিশ্চিত করণের লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে হাত ধোয়ার বেসিন এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উক্ত হাত ধোয়ার বেসিন এর উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী, চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, উপজেলা পজীব কর্মকর্তা সাকিল আহমেদ, নবীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, বাংলা টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না।

এর আগে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়।