দিপু আহমেদ, নবীগঞ্জ : নবীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং বৃক্ষ রোপণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়সাল তালুকদার এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু’র নেতৃত্বে উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা ছাত্রলীগের সকল স্তরের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রুবেল, ১২’নং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুজাহিদ আহমেদ জিহাদ, উপজেলা ছাত্রলীগ নেতা শুভরত মুন্না, আরিফুল ইসলাম প্রমি, তারেকুল ইসলাম, রনি রায়,তারেক আহমেদ, সালাউন, রেদুয়ান,পারবেজ, মিজানুর রহমান, ১২নং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল সরকার প্রমুখ।