দিপু আহমেদ, নবীগঞ্জ : “মুজিব বর্ষের আহবান তিনটি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন ‘শেখ হাসিনা’ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচী পালনের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগ নবীগঞ্জ উপজেলা শাখা বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে।
মুজিব শতবর্ষের অঙ্গিকার বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের নির্দেশনা অনুসারে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। সোমবার (১৪ জুলাই) নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে, নবীগঞ্জ থানা প্রাঙ্গণে, নবীগঞ্জ জেকে সরকারি উচ্চ বিদ্যালয় ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপন পরিচালনা করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি শাহ ফয়সল তালুকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রুবেল সহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।