নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালেনর প্রস্তুতি সভা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 13 August 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালেনর প্রস্তুতি সভা

অনলাইন এডিটর
August 13, 2020 11:04 pm
Link Copied!

ছবি: জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা।

 

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকালে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।

নবীগঞ্জ উপজেলা আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর
পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমর চন্দ্র দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গতি গৌবিন্দ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ, প্রচার সম্পাদক মোঃ আব্দুল কাদির, যুব ও ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান স্বপন, নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ শাহনুর আলম ছানু, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক শেখ সইফা রহমান কাকলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমেদ কাজল, রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিপ্তেন্দু দাশ গুপ্ত বিধু, করগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান, দীঘলবাক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন মিয়া, নবীগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, সহ প্রচার সম্পাদক গৌতম কুমার দাশ, প্যানেল মেয়র এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ফরহাদুজ্জামান মুহিত, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়সল তালুকদার, পৌর শ্রমিকলীগ সভাপতি হাফিজুর রহমান মিলন, জাহিদ রুবেল প্রমূখ।

সভার শুরুতে ১৫’ই আগষ্টে শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদানের আত্মার মাগফেরাত কামনা করে নীরবতা পালন করা হয়।