সলিল বরণ দাশ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এই প্রথম প্রাইমারী স্কুলের ০১ প্রধান শিক্ষক করোনাভাইরাস শনাক্ত হয়েছেন।(০৫জুন) শুক্রবার রাত ১০ টায় তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চম্পক কিশোর সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,আক্রান্ত ব্যক্তি হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্সের স্বামী। প্রধান শিক্ষক সহ এখন পর্যন্ত উপজেলায় মোট ২৫ জন করোনা রোগী শনাক্ত হলো।
নতুন করোনা রোগীরা হলেন নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা রুদ্র গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দে রিপন। উনার স্ত্রী নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ষ্টাফ নার্স শ্রিপ্রা রানী দে।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের একজন সিনিয়র নার্সের স্বামী হিসাবে উনার কাছ থেকে আক্রান্ত হতে পারেন। উনার বাড়িতে হোম কোয়ারেন্টিনের ব্যবস্থা থাকায় উনাকে বাসায় রেখেই চিকিৎসা ব্যবস্থা করা হবে।