মোফাজ্জল ইসলাম সজীব : গত কাল (৪ আগষ্ট) রাতে নবীগঞ্জ উপজেলার সদর ইউপির মুরাদপুর গ্রামের রাজিব দত্তের পুকুরে বিষ ফেলে মাছ নিধন করা হয়েছে।
বুধবার (০৫ আগষ্ট) সকালে রাজিব দত্ত পুকুর পাড়ে কাছে গেলে দেখতে পান পুকুরের সব মাছ পানির উপরে দিকে উঠে গেছে।
এতে রাজিব দত্তের প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। রাজিব দত্ত আরো বলেন কে বা কারা আমার ক্ষতি সাধনের উদ্দেশ্যে আমার পুকুরে বিষ প্রয়োগ করে। রাজিব দত্ত বদরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রাজিব দত্ত দৈনিক আমার হবিগঞ্জ কে জানান আমার কারো সাথে কোন শত্রু নেই।
স্থানীয় লোকজন বলেন, রাজিব দত্তের ক্ষতি করার জন্য কে বা কারা এই নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে আমরা তার নিন্দা জানাচ্ছি।