নবীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 21 September 2020

নবীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

Link Copied!

মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ : আব্দুল হাই আল হাদীকে সভাপতি করে নবীগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।
রোববার ২০ সেপ্টেম্বর বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট-এর মোহাম্মদ ময়নুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে এডহক কমিটি অনুমোদিত হয়েছে। 
এডহক কমিটিতে: আহবায়ক: বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি আব্দুল হাই আল হাদী, শিক্ষক প্রতিনিধি ভানুরাম বিশ্বাস, অভিবাবক প্রতিনিধি, আব্দুল ওয়াদুদ, সদস্য সচিব, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ছবি : এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন আবদুল হাই আল হাদী

চিঠিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের আলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্টানের গভর্ণিং বডি ও ম্যানেজিং প্রবিধানমালা ২০০৯ এর ৩৯ (৯) ধারানুযায়ী এডহক কমিটির সদস্যের সমন্বয়ে গঠিত তাঁর বিদ্যালয়ে ম্যানেজিং কমিটিকে অনুমোদন দেয়া হয়।
চিঠিতে আরও বলা হয়েছে, উক্ত কমিটির স্মারক ইস্যুর তারিখ হতে পরবর্তী ০৬ মাসের জন্য স্থায়ী করা হলে।
উল্লেখ্য যে, এই কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

নবীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়