হবিগঞ্জের নবীগঞ্জ থানাধীন গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্র ও ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার এস.এম মুরাদ আলি । বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) দুপুর ১১ টার দিকে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন তিনি এবং বেলা ১ টার দিকে গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শনে যান ।
পরিদর্শনকালে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়ের, নবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) মোঃ ডালিম আহমেদ,গোপলা বাজার তদন্ত কেন্দ্র ও ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শকদ্বয় উপস্থিত ছিলেন।
এ সময় তিনি গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্র ও ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির দাপ্তরিক কার্যক্রম ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং কর্মরত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন।