মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ : নবীগঞ্জের আউশকান্দি আঞ্চলিক রিক্সা শ্রমিক সংগঠনের পক্ষ থেক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১ টায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারস্থ আরিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে বিতরন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোঃ দুলাল তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক এম এ আহমদ আজাদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন চ্যানেল সিক্স এবং দৈনিক প্রতিদিনের সংবাদ ও জালালাবাদ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, দৈনিক আমার সংবাদের নবীগঞ্জ প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিক গীতিকার এম এ মুজিবুর রহমান,খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাকিম।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল শহিদ, এলাইছ মিয়া, প্রমুখ। রিক্সা শ্রমিকদের মধ্যে ছিলেন- মোঃ আনহার হোসেন,শুকুর মিয়াসহ অনেকেই।