নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের নং ছালামতপুরে ফসলি জমি হতে অবৈধভাবে মাটি কর্তন অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লংঘনের দায়ে ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । বুধবার (২৩মার্চ) দুপুরে এই অভিযান চালানো হয় ।
উক্ত আইনের ১৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে বিনা অনুমতিতে অবৈধভাবে এস্কেভেটর দিয়ে সরকারি জমি মাটি কাটার অপরাধে সমরগাও গ্রামের মোঃ শাহজাহান মিয়া(৫২) এ জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) উত্তম কুমার দাশ।