নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ ফ্রেবুয়ারী) বিকালে উপজেলার নিউ মার্কেটে অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলাল মিয়ার পরিচালনায় ও সভাপতি মোঃ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য আশাহিদ আলী আশা, নির্বাহী সদস্য তাজুল ইসলাম, নির্বাহী সদস্য নাবেদ মিয়া,নির্বাহী সদস্য আলী জাবেদ মান্না, নির্বাহী সদস্য মোফাজ্জল ইসলাম সজীব, সিনিয়র সহ সভাপতি শাহরিয়ার আহমেদ শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ অঞ্জন রায়, দপ্তর সম্পাদক জাফর ইকবাল, সম্মানিত সদস্য স্বপন রবি দাশ। সাধারণ সভা শেষে দপ্তর সম্পাদক জাফর ইকবালের বাড়িতে তার অসুস্থ বাবা কে দেখতে যান অনলাইন প্রেসক্লাবের নেতৃত্ববৃন্দ।
জাফরের বাবার রোগমুক্তির জন্য নবীগঞ্জবাসী সহ দেশ বিদেশের সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।