নবীগঞ্জে ৬ জুয়ারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 21 December 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ৬ জুয়ারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ

অনলাইন এডিটর
December 21, 2020 7:07 pm
Link Copied!

ছবি: নবীগঞ্জে ৬ জুয়ারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ

 

 

মোঃ হাসান চৌধুরী, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের বাংলা বাজারে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৬ জুয়ারীকে জুয়ার টাকাসহ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। জুয়ারীদের গ্রেফতারের খবরে এলাকার মানুষের মধ্যে স্বস্থি পেয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, উপজেলার এনাতাবাদ গ্রামের তায়িদ উল্লাহর পুত্র হারিস মিয়া বেশ কিছু দিন যাবৎ তার বাংলা বাজারের বাড়ীতে টাকার বিনিময়ে জমজমাট জুয়ার আসর বসিয়ে আসছিল।

এ ঘটনায় পুলিশ বেশ কয়েকবার হানা দিলেও জুয়ারীদের গ্রেফতার করা সম্বব হয়নি। সুচুতুর জুয়ারীরা পালিয়ে যায়। এ অবস্থায় গত রবিবার গভীর রাতে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই সমিরন দাশ ও এস আই আমীর হামজার নেতৃত্বে একদল পুলিশ হাওর দিয়ে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে হারিস মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে নগদ ৪৭ হাজার টাকাসহ গ্রেফতার করেন। বাড়ীর মালিক হারিস পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হল, উপজেলার ভুবিরবাক গ্রামের মৃত মানিক মিয়ার পুত্র জিতু মিয়া (৪০), বাউশা গ্রামের নুর মিয়ার পুত্র রিপন মিয়া (৩৮), সানাই মিয়ার পুত্র এজলু মিয়া (২৬), গুমগুমিয়া গ্রামের মাসুক মিয়ার পুত্র মাছুম মিয়া (৩০), নছির আলীর পুত্র জাহির মিয়া (৩০), সৈয়দপুর গ্রামের মৃত রহিম মিয়ার পুত্র দুরুজ মিয়া (৪০)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান।