নবীগঞ্জে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 9 May 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Link Copied!

মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধিঃ  যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ নজির মিয়ার উদ্যোগে ও নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের প্রবাসীদের সহায়তায় উপজেলার বিভিন্ন গ্রামের গরীব অসহায় ও হতদরিদ্র ৫ শতাধিক পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার(৯মে) নবীগঞ্জ মা-হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে বাউসা ইউনিয়নের নাদামপুর ও বাউসা শাহ্ বাড়ি প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। এছাড়াও বিভিন্ন গ্রামের হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

 

 

 

ছবি : নবীগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে

 

 

 

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বাউসা শাহ্ বাড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব ছালিক মিয়া শাহ্, নবীগঞ্জ শ্রমিক ইউনিয়ন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ ইয়াওর মিয়া, নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, নাদামপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী মাও. মোশাহিদ আলী, সাবেক কমিশনার মোঃ মিজানুর রহমান, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, বাউসা যুব সংঘের উপদেষ্টা মোঃ বাছিতুর রহমান চৌধুরী, বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মনসুর চৌধুরী।