“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়নে” প্রতিপাদ্য বিষয়ের মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলা সমবায় অফিসের উদ্যোগে শনিবার (৫নভেম্বর) ৫১ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শোভাযাত্রা,আলোচনা সভা,সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র বিতরন করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক রুবেল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন,নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ থানার ওসি অপারেশন আব্দুল কাইয়ুম,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমদ,ডাক্তার মোঃ রাকিব হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ সেলিম তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, সমাজের তৃনমুল পর্যায়ের সাধারন মানুযের ভাগ্য উন্নয়নে সমবায় সমিতির কোন বিকল্প নাই। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সমবায় সমিতিকে ব্যাপক গুরুত্ব দিয়েছেন।
বক্তব্য রাখেন,অয়তুন মিয়া,ইসমত মিয়া,আব্দুল আলিম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন,ক্বারী নুরুল ইসলাম,গীতাপাঠ করেন,নয়নমনি সরকার।