নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামে আগুন লেগে ৪টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। ২ মার্চ (২০২২ইং) বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামের গোপলা নদীর তীরে অবস্থিত মোঃ নুর মিয়ার গরু ঘর থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শী সুহেল আহমদ জানান, সন্ধ্যা ৭টার দিকে দুদু মিয়ার বাড়িতে চিৎকার শুনে তারা দৌড়ে গিয়ে দেখেন সম্পুর্ন বাড়িতে আগুনে ঘিরে ফেলেছে। তাৎক্ষণিক পানির পাম্পের ব্যবস্থা করে বিজনা নদী থেকে পাম্পের মাধ্যমে পানি মেরে এক ঘন্টা পানি মেরে আগুন নিয়ন্ত্রণ করা হয়।
নুর মিয়ার ঘরসহ পাশের ঘর রুজিনা, দুদু মিয়া,আলতা মিয়ার ঘর ও আগুনে পুড়ে ছাই হয়। মোট চারটি ঘরে আগুনের তান্ডবে ঘরের আসবাবপত্র সহ পুড়ে ছাই হয় গরু-ছাগল, এবং নগদ টাকা এবং ঘরে থাকা তিনটি পানির পাম্প। যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ সাত থেকে আট লক্ষাধিক টাকা। আগুনের তান্ডবে চারটি অসহায় পরিবারের স্থান এখন খোলঅ আকাশের নিচে।
জ্বালানি কয়েল থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এলাকাবাসী।